সামাজিক এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই হ্যাকিং এর হাত থেকে বাঁচার কৌশল জেনে নিন। 

নিজের এবং পরিবারকে ইন্টারনেটে ক্ষতির হাত থেকে বাঁচানো আপনার দায়িত্ব!

এই ভিডিও টি আপনার জন্য 100% দেখা জরুরী 👇

রেজিট্রিশন শেষ হতে … 👇

HRS
MINT
SCES

সোশাল মিডিয়া হ্যাক মানেই আপনার পার্সোনাল লাইফ ক্ষতিগ্রস্ত এবং হেনস্তার শিকার!

3 Days Online Cyber Safety Workshop

কাদের জন্য এই ওয়ার্কশপটি ?

প্রত্যেকটি ঘরে গুরুতপূর্ণ কিছু না কিছু আছেই আর সে জন্য তালা লাগাতে হয়। না হলে চোরে চুরি করে। ঠিক একই ভাবে আপনার সোশাল মিডিয়া এবং স্মার্ট ফোনে সিকিউর্টি দিতে হবে না হলে যে কোন মূহুর্তে হ্যাকারের ফাঁদে পরতে হবে। আর আপনি বুঝতেই পারছেন আপনার স্মার্ট ফোন এবং সোশাল মিডিয়া আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ !

উদ্যোক্তা

অবিভাবক

এডুকেটেট পার্সোন

অনলাইন বিজনেজ

কেন এই ওয়ার্কশপটি আপনার জন্য জরুরী ?

ওয়ার্কশপটি কেন আমাদের থেকে করবেন ?

৩ দিনের ওয়ার্কশপে আপনি যা শিখতে পারবেন!

ব্যাক্তিগত তথ্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনি নিশ্চয় বুঝতে পারছেন । তাই আমরা এমন ভাবে ওয়ার্কশপটা সাজিয়েছি যাতে আপনার অনলাইন এবং অফলাইন ২ টা জগৎকে সিকিউর করে তুলতে পারি।

Social Media Security

All Social Media

Device Security

Computer & Mobile

Banking Security

Online & Offline Payment

Personal Safety

All Personal Information

যদি নিজে এবং পরিবারকে অনলাইনে নিরাপদ রাখতে চান তাহলে সবগুলো ভ্যালু আপনার জন্যই...

Offer Value Price = 2,099 TK

প্রথম ৩০ জনের জন্য = 300 TK

Meet your Cyber Mentor

মাজিদুল হক প্রায় ৭ বছর ধরে প্রোগ্রমিং ও ইথিক্যাল হ্যাকিং এর সাথে জড়িত। ২০১৮ সালে বাংলাদেশ সরকার এবং চায়না সরকারের যৌথ স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্য চায়নাতে পড়তে যান। যেখানে তিনি নাসা এবং হুয়ায়ুর যৌথ সঞ্চালনায় ওয়ায়লা খাজি ক্লাবে প্রায় ৯ মাস সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় জাতীয় পত্রিকা ইত্তেফাকে লেখালিখি করেন। বর্তমানে তিনি চায়নার চাংইয়ান টেকনোলজি লিমিটেডে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন পাশাপাশি অনলাইনে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর উপর ওয়ার্কশপ এবং ট্রেইনআপ করিয়ে থাকেন।

Leadership

চাংজু ইউনিভার্সিটি ফরেন ষ্টুডেন্ট লিডার ২০২২-২০২৩

Activity

৩ বছরে প্রায় ২০০০+ ষ্টুডেন্টকে ট্রেইনআপ করিয়েছে। এছাড়াও প্রায় ২৫+ দেশিও এবং ইন্টারনেশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছে।

Alumni Support

প্রাই ১৫০০+ ষ্টুডেন্টদের সাপোর্ট করেছে। এবং বর্তমানে ২ টা অর্গাইজেশনের সাইবার সিকিউরিটি এডভাইজার হিসাবে আছে।

আমাদের নিয়ে আপনার কিছু জিজ্ঞাসা

আনলিমিটেড হেল্প, গাইডলাইন এমনকি AnyDesk এ স্ক্রিনশেয়ার করে সমস্যা সমাধান করতে চাইলে এই ওয়ার্কশপে জয়েন করুন। নিচের প্রশ্নের উপর ক্লিক করুন উত্তর জানতে পারবেন।

এই ওয়ার্কশপটি আপনার জন্যই। কিভাবে জানেন? আপনি ফেসবুক ব্যবহার করছেন বলেয় আমাদের এই ওয়ার্কশপটি সম্পর্কে জানতে পারছেন।  সুতরাং আপনি স্মার্ট ফোন ব্যবহার করেন এবং সোশাল মিডিয়াতো ব্যবহার করছেন। কিন্তু আপনি জানেন না এই ফেসবুকটি হ্যাক হলে কি পরিমান আপনার ক্ষতি করবে। আপনি সামাজিক ভাবে এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আপনার এই সমস্ত বিপদ থেকে বাঁচতে  সিকিউরিটি সম্পর্কে জ্ঞান রাখতে হবে।

যদি আপনি সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত এবং আর্থিকভাবে বিপদের সম্মুক্ষিন না হতে চান তাহলে এই ওয়ার্কশপটি আপনার জন্যই। আমরা আপনাকে হেল্প করতে চাই। আপনাকে হ্যাকিং এর আসন্ন বিপদ থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

আমরা ধরে নিয়েছি আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতেন কিন্তু সাময়িক সময়ের জন্য ভুলে গেছেন। 😊 সুতরাং আমরা একদম বেসিক লেভেল থেকে হাতে কলমে সিকিউরিটি সংক্রান্ত প্রতিটি সেটিংস গুলো দেখাব ইনশাআল্লাহ। তাই আপনাকে সিকিউরিটি সম্পর্কে জ্ঞান না থাকলেও চলবে।

প্রতিটি ক্লাস শেষে আপনাকে ক্লাসের এক্সেস মেইল করে দিব। আপনি যে কোন মূহুর্তে ক্লাস গুলো দেখতে পারবেন। আর কোন সমস্যা হলে আমরা তো আছিই।🥰 

দেখুন পৃথিবীর কোন কিছুই 100% গ্যারান্টি দেওয়া যায় না। সোশাল মিডিয়া যতটা আপডেট হচ্ছে ঠিক তার থেকেও বেশি খারাপ হ্যাকারদের সংখ্যা বারছে এবং তারা সিকিউরিটির ফাঁক ফোঁকর খুজতেছে। সুতরাং আপননি সচেতন হলে ৯৯% হ্যাকারের ক্ষতি থেকে বাঁচার সম্ভাবনা আছে। 

ইনশাইআল্লাহ! আমরা আপনাকে লাইফ টাইম ডেটিকেটেট সাপোর্ট দিব । আপনার যখন সিকিউরিটি সংক্রান্ত কোন সমস্যা হবে তখন আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দিলে আমরা অতি দ্রুত আপনার সাথে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করব।

©2025 Cyber IT Bangladesh – All Rights Reserved