Meet your Cyber Mentor
মাজিদুল হক প্রায় ৭ বছর ধরে প্রোগ্রমিং ও ইথিক্যাল হ্যাকিং এর সাথে জড়িত। ২০১৮ সালে বাংলাদেশ সরকার এবং চায়না সরকারের যৌথ স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্য চায়নাতে পড়তে যান। যেখানে তিনি নাসা এবং হুয়ায়ুর যৌথ সঞ্চালনায় ওয়ায়লা খাজি ক্লাবে প্রায় ৯ মাস সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় জাতীয় পত্রিকা ইত্তেফাকে লেখালিখি করেন। বর্তমানে তিনি চায়নার চাংইয়ান টেকনোলজি লিমিটেডে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন পাশাপাশি অনলাইনে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর উপর ওয়ার্কশপ এবং ট্রেইনআপ করিয়ে থাকেন।
Leadership
চাংজু ইউনিভার্সিটি ফরেন ষ্টুডেন্ট লিডার ২০২২-২০২৩
Activity
৩ বছরে প্রায় ২০০০+ ষ্টুডেন্টকে ট্রেইনআপ করিয়েছে। এছাড়াও প্রায় ২৫+ দেশিও এবং ইন্টারনেশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছে।
Alumni Support
প্রাই ১৫০০+ ষ্টুডেন্টদের সাপোর্ট করেছে। এবং বর্তমানে ২ টা অর্গাইজেশনের সাইবার সিকিউরিটি এডভাইজার হিসাবে আছে।